Profile picture for user arnobjoydher58@gmail.com
Bangladesh

প্লাস্টিকের পুনঃব্যাবহার।

প্লাস্টিকের পরিবেশ এর দূষন ঘটায়, তারজন্য আমরা স্কাউট সদস্যরা অব্যাবহৃত বোতল গাছ লাগিয়েছি। ১ম এ বোতল সংগ্রহ করেছি আমাদের স্কুল এর প্লাস্টিকের সংগ্রহ এর জায়গা থেকে, তারপর বোতল গুলো কেটে তার ভিতর মাটি দিয়ে গাছ রোপন করি। তারপর গাছে পানি দেই।
এই প্লাস্টিক মাটিতে মিশতে বহু বছর সময় লাগে। আর এই সব জিনিস যেখানে সেখানে থাকলে পরিবেশ দূষিত হয়। তাই এই প্লাস্টিক পুনঃ ব্যাহার করেছি, তাতে অর্থ ও সাহ্রয় হয়েছে, পরিবেশ দূষন এর ঝুঁকি কমেছে।
গাছ অক্সিজেন প্রদান করে, এবং কার্বন ডাই অক্সাইড সুশে নেয়। তাই আমরা গাছ লাগাই। প্লাস্টিকের এর পুনঃ ব্যাবহার করে, কার্বন ডাই অক্সাইড এবং পরিবেশ দূষন কমাতে কাজ করেছি।
Started Ended
Number of participants
5
Service hours
15
Beneficiaries
10
Location
Bangladesh
Topics
Clean Energy
Nature and Biodiversity
Global Support Assessment Tool

Share via

Share