Profile picture for user bappyahamad
Bangladesh

প্লাস্টিক থেকে পরিবেশ মুক্ত রাখি

আখাউড়া রেলওয়ে স্টেশন হলো বাংলাদেশের অন্যতম এবং জনবহুল রেলওয়ে স্টেশন। দেশের অধিকাংশ ট্রেন এখানে যাত্রা বিরতিতে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য থেকে যায়। এই স্টেশনের রেল লাইন যদি পরিষ্কার না থাকে, তবে এটি অসুবিধা এবং দুর্ঘটনা সৃষ্টি করতে পারে।

আখাউড়া রেলওয়ে স্টেশনে আমাদের স্কাউট দল একটি মিশনে যোগ দিয়েছিল। আমরা স্টেশন থেকে সকল প্রকারের ময়লা আবর্জনা পরিষ্কার করেছি। আমরা অপচনশীল ময়লাগুলোকে আলাদা রেখেছি এবং পচনশীল ময়লা আলাদা রেখেছি। আমরা একত্রে কাজ করে সকল প্রকার প্লাস্টিক পন্য ও বর্জ্য পরিষ্কার করতে সক্ষম হয়েছি এবং রেলওয়ে স্টেশন পরিষ্কার করে তুলেছি।

আখাউড়া রেলওয়ে স্টেশনে আমাদের পরিছন্নতার কাজের জড়িত হয়ে আমরা শিখতে পেরেছি আমাদের চারপাশ পরিচ্ছন্ন রাখার গুরুত্ব। রেল লাইন এবং প্ল্যাটফর্ম পরিষ্কারের উদ্যোগ নিয়ে, আমরা আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করেছি, যার ফলে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করা শিখেছি। এবং একটি প্লাস্টিক মুক্ত রেলওয়ে স্টেশন গড়তে পেরেছি।

Started Ended
Number of participants
1
Service hours
6
Beneficiaries
213
Location
Bangladesh
Topics
Nature and Biodiversity
Clean Energy
Healthy Planet
Initiatives
Environment and Sustainability

Share via

Share