প্লাস্টিক টাইড টার্নার চ্যালেন্জ ব্যাজ(প্রারম্ভিক পর্যায়)
অগ্রদূত মুক্ত রোভার স্কাউট দলের ব্যবস্থাপনায় ও পরিচালনায় রোভার সদস্য ,স্কাউট সদস্য,গার্ল ইন স্কাউট সদস্যবৃন্দ ১ নভেম্বর থেকে প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজের কাজ শুরু করি।
প্রারম্ভিক পর্যায়:
(তাত্ত্বিক)
আমরা প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ সম্পর্কে জ্ঞান অর্জন করি।ব্যাজ সম্পর্কে আমরা বিশ্ব স্কাউট সংস্থা/এশিয়া প্যাসিফিক অঞ্চলের নীতিমালা সম্পর্কে জানি,
আর্থ ট্রাইব সম্পর্কে জানি।
(সমাজ সেবা)
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পর্কে ২০ টির উপরে পরিবারকে নিরুৎসাহিত করি।তাদের কে সচেতন করতে চেষ্টা করেছি।নিজ পরিবার,স্কাউট ইউনিট,প্রতিষ্ঠানের সাধারন মানুষের মধ্যে প্লাষ্টিক পুনঃ ব্যবহারের আইডিয়া শেয়ার করেছি।
(সমাজ উন্নয়ন)
প্লাস্টিকের পণ্য ব্যবহার করে বিভিন্ন কারুকাজ তৈরি করি।এবং মানুষকে প্লাস্টিকের পণ্য দিয়ে কারুকাজ করতে উৎসাহ প্রদান করি।
(অনলাইন কার্যক্রম)
সমাজ সেবা ও সমাজ উন্নয়নের কার্যক্রমের ছবি/ভিডিও Plastic Tide Turners Challenge Badge ,BD Scout ফেসবুক গ্রুপে #PTTCB আপলোড করি।
Scout.org তে ও আপলোড করি।
আমাদের (প্রারম্ভিক পর্যায়ের) কাজ ৩০ নভেম্বর শেষ করি।