প্লাস্টিক টাইড টার্নার চ্যালেন্জ ব্যাজ ওরিয়েন্টেশন-২০২০
বাংলাদেশ স্কাউটস ভোলা জেলা রোভার কর্তৃক আয়োজিত প্লাস্টিক টাইড টার্নার চ্যালেন্জ ব্যাজ ওরিয়েন্টেশন-২০২০ ভার্চুয়াল জুম মিটিং এর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। তারিখ: ০৩ নবেম্বর ২০২০। সময়ঃ ০৯:০০ am. কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভোলা জেলা রোভার কমিশনার প্রফেসর পারভিন আক্তার ম্যাডাম। সম্পাদক - কামাল হোসেন স্যার, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ ও সভাপতি গোলাম জাকারিয়া, যুগ্মসম্পাদক মাহাবুব আলম স্যার। শাহাবাজপুর সরকারি কলেজের অধক্ষ প্রফেসর শফিকুর রহমান মোল্লা স্যার (এল,টি) এবং আর.এস.এল. মহদয়গন ও ভোলা জেলা রোভার - গার্ল ইন রোভার।
আম্মার হোসাইন
ভোলা জেলা সিনিয়র রোভার মেট।
(সিনিয়র রোভার মেট)
বাংলাবাজার ফাতেমা খানম কলেজ রোভার স্কাউটস ইউনিট।