প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ, নেতৃত্ব পর্যায়
Bangladesh

প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ, নেতৃত্ব পর্যায়

"প্লাস্টিক টাইড টার্নারস চ্যালেঞ্জ ব্যাজ"
পর্যায় : নেতৃত্ব
কার্যক্রম : নেতৃত্ব পর্যায়ের কার্যক্রম

১. সমাজ সেবা : 
ক.প্লাস্টিক পণ্য পুণঃব্যবহারে উৎসাহ প্রদান এবং ক্ষতিকর প্রভাব সম্পর্কে ধারণা প্রদান... 
নিজ পরিবার থেকে শুরু করে,স্কাউট ইউনিট এলাকার  পাড়া-প্রতিবেশীসহ সাধারণ মানুষকে প্লাস্টিক পুণঃব্যবহারের পদ্ধতি সম্পর্কে অবহিত করে তা ব্যবহারে উৎসাহিতকরণ। 

খ.প্ল্যাকার্ড, পােস্টারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য কার্যক্রম পরিচালনা। 

ঃ বাসাবাড়ি, রাস্তার অলি-গলি; হাইওয়ে, বাজার, শিক্ষা প্রতিষ্ঠানসহ যে যে স্থানে লােকের সমাগম বেশি সে সে স্থানে প্ল্যাকার্ড, পােস্টারের মাধ্যমে সাধারণ মানুষকে প্লাস্টিক পণ্য সম্পর্কে সচেতন,  বর্জন, পুনঃব্যবহার এবং নিরুৎসাহিতকরণ কার্যক্রম।

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য বর্জন করি,
প্লাস্টিক পুনঃব্যবহারে সচেতন হই। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি আমাদের স্বাস্থ্য ঝুঁকিও কমবে। তাই আসুন, প্লাস্টিককে 'না' বলি, পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করতে সহায়তা করি।

২.সমাজ উন্নয়ন :

ক. প্লাস্টিক পণ্যের জরিপ : প্লাস্টিক পণ্যের একটি তালিকায় বিভিন্ন ধরনের প্লাস্টিকের ব্যবহৃত পণ্যের নাম এবং পণ্যের পরিমাণ উল্লেখ্য করা হয়েছে।

খ. বর্জ্য অনুমান : প্লাস্টিক জাতীয় বর্জ্যের অনুৃমান এবং পরিবেশের উপর কেমন ক্ষতিকর  প্রভাব ফেলছে তা পর্যবেক্ষণ করা হয়েছে। 

নাম : রাতুল হাসান
স্তর : সদস্য 
BS ID : AN1400
ইউনিট : Century Railway Open Scout Group 

#DURSG
#PTTCB
#PTTCBadgeBDscout
#Railwayregion
#Bangladeshscouts
#Wosm
#PTTCBadgeWorldScouts

Started Ended
Number of participants
7
Service hours
1260
Location
Bangladesh
Topics
Youth Programme

Share via

Share