Bangladesh

প্লাস্টিক টাইড টার্নার চ্যালেন্জ ব্যাজ (নেতৃত্ব পর্যায়)

#PTTCBadgeBDscouts

#BangladeshScouts

নেতৃত্ব পর্যায়

সমাজ সেবা

"বিষ মুক্ত সমাজ গড়ি,

প্লাস্টিক কে না বলি

আমরা সবাই শপথ নিব

,প্লাস্টিক বর্জন করব।"

 

এই স্লোগানে আজ ১ম দিন সফিউদ্দিন সরকার একাডেমি রোড ও টংগী সরকারি কলেজ, টংগী, গাজিপুর এলাকায়।

প্ল্যাকার্ড, পোস্টার ও স্লোগানের মাধ্যমে নিজ পরিবার থেকে শুরু করে ইউনিট,সহপাঠি এবং সমাজের সাধারন মানুষের মাঝে প্লাস্টিক পন্য পুনঃব্যবহার করাএবং প্লাস্টিক পণ্য বাবহার কমানো সম্পর্কে সচেতনতা সৃষ্টি কার্যক্রম করা হয়।

 

BS ID:AK7520

Started Ended
Number of participants
10
Service hours
600
Location
Bangladesh
Topics
Youth Programme
Legacy BWF

Share via

Share