প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ - নেতৃত্ব পর্যায়
★নেতৃত্বপর্যায়ঃ
√সমাজ সেবা -
১.প্লাস্টিক পণ্য পুণঃব্যবহারে উৎসাহ প্রদান কার্যক্রম:
নিজ পরিবার থেকে শুরু করে ইউনিট ও নিজ প্রতিষ্ঠানের সহপাঠীসহ সমাজের সাধারণ মানুষকে পুণঃব্যবহারে উৎসাহ প্রদান.
২.প্ল্যাকার্ড , পােস্টারের মাধ্যমে সচেতন কার্যক্রম:
√শিক্ষা প্রতিষ্ঠান , হাট বাজারসহ যে সকল স্থানে লােক সমাগম বেশি সে সকল স্থানে প্ল্যাকার্ড , পােস্টারের মাধ্যমে সাধারণ মানুষকে প্লাস্টিক পণ্য ব্যবহার কমানাের জন্য সচেতন কার্যক্রম ।
√কাগজ , পােস্টার কাগজ দিয়ে লিফলেট, পােস্টার তৈরি
√ শ্লোগান প্রচারঃ
"বাঁচাও পৃথিবী,
বাঁচাও দেশ,
প্লাস্টিকের ব্যবহার কর শেষ"
আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি , প্লাস্টিক পণ্য পুণঃব্যবহার করি , না পারলে বর্জন করি । পলিথিন বর্জন করি , সবুজ বাংলাদেশ গড়ি । প্লাস্টিক ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে।
★সমাজ উন্নয়নঃ
১. গ্রুপ কার্যক্রম ( প্লাস্টিকের জরিপ ) একটি তালিকায় বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য এর নাম এবং বয়স ভিত্তিক ঘর আছে যেখানে উল্লেখ করা হয়েছে কি পরিমাণ প্লাস্টিক পণ্য ব্যবহার করা হয়।
২. গ্রুপ কার্যক্রম (বর্জ্য অনুমানঃ প্লাস্টিকের কী ধরনের বর্জ্য জমা হচ্ছে । বর্জ কী পরিমান ক্ষতি করছে ।
নাম : ফাহিমা আফরোজ আদ্রিতা
BS ID: AU5209
ইউনিট : ২নং বা নৌ জা হাজী মহসিন নৌ স্কাউট মুক্ত দল
#PTTCBadgeBDScouts