"প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ" কার্যক্রম -৬ (চ্যাম্পিয়ন পর্যায়)

"প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ" কার্যক্রম -৬ (চ্যাম্পিয়ন পর্যায়)

"একবার ব্যবহার যোগ্য প্লাস্টিককে না বলি,পরিবেশ কে দূষণমুক্ত ও সুন্দর রাখি।প্লাস্টিক ব্যবহার রোধ করি।" সমাজ সেবাঃ- সঠিক স্থানে প্লাস্টিক বর্জ্য অপসারণের লক্ষ্যে বিভিন্ন সংস্থা দোকান ও ব্যক্তি পর্যায়ে উৎসাহ প্রদান ও বাস্তবায়ন করা হয়। দোকান ও ব্যক্তি পর্যায়ে প্লাস্টিকের পুনর্ব্যবহার এবং প্লাস্টিকের বিকল্প ব্যবস্থা করার বিষয় বাস্তবায়ন ও উৎসাহ প্রদান করা হয়। সমাজ উন্নয়ন:- গ্রুপ কার্যক্রম:- নদীর পাড় এবং একই সাথে নতুন উদ্ভাবক স্থান থেকে স্থানীয় মুরুব্বী সাথে নিয়ে প্লাস্টিক অপসারণ কাজ সম্পন্ন করা হয়। গ্রুপ কার্যক্রম: দোকান ও ব্যক্তি পর্যায়ে প্লাস্টিক ব্যবহার কমানো এবং ৫০ শতাংশ হারে প্লাস্টিকের বিকল্প ব্যবহার সম্পর্কে বার্তা প্রদান নিশ্চিত করা হয়। নাম: রাফিউজ্জামান মিয়াজী BS ID: AC0933 ইউনিটের নাম: বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিক্স রোভার স্কাউট গ্রুপ #PTTCBadgeBDScouts
Number of participants
25
Service hours
75
Topics
Youth Programme
Legacy BWF
Global Support Assessment Tool
Partnerships
Growth

Share via

Share