প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ কার্যক্রম
প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ কার্যক্রম
"সচেতনতা শুরু হোক আমার থেকে"
বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, নিদর্শন, পর্যটন এলাকা, বিনোদন কেন্দ্র জনসাধারণের সচেতনতার অভাবে তার সৌন্দর্য হারিয়ে ফেলছে।
তেমনি একটি পর্যটন কেন্দ্র হচ্ছে চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়। প্রতিদিন হাজারো পর্যটক চন্দ্রনাথ পাহাড়ে ঘুরতে আসেন। ঘুরতে এসে পাহাড়ের বিভিন্ন জায়গায় প্লাস্টিকের বোতল সহ বিভিন্ন ময়লা আবর্জনা ফেলা পাহাড়কে নোংরা করে থাকে।
আমরা যখন বাসায় বা নিজের বাড়িতে অবস্থান করি তখন বাসার যেখানে খুশি সেখানে ময়লা আবর্জনা ফেলে নোংরা করে থাকি?
সহসাই উত্তর হবে, না।
তবে কি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা গুলো নিজের বলে মেনে নিতে পারি না?
নিজ এলাকা ও বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি।
★ পাহাড়ের বিভিন্ন দোকানপাট ও ভাসমান দোকানদারীকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বর্জনে নিরুৎসাহিত করা,
এবং প্লাস্টিকের পুনঃব্যবহার, সঠিক স্থানে বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে সচেতনতা মূলক উৎসাহ প্রদান ও তা বাস্তবায়ন করা হয়।
★ পাহাড়ের বিভিন্ন জায়গায় পড়ে থাকা প্লাস্টিকের অপসারণ সম্পূর্ণ করা।
★ প্লাস্টিক বা পলিথিন জাতীয় জিনিস বাদ দিয়ে তার বিকল্প কিছু ব্যবহার করা যা পরিবেশের জন্য ক্ষতিকর নয় তা ব্যবহার করা।
এই সম্পর্কে লিফলেট বিতরণ ও অনলাইন কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
#PTTCBadgeBDScouts
#PTTCB
#EarthTribe
নামঃ মেহেদী হাসান সোহাগ
সহকারী রোভার মেট
স্তরঃ প্রশিক্ষণ
ইউনিটঃ টাইগার শার্ক ওপেন এয়ার স্কাউট গ্রুপ।
বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা এয়ার
বি এস আইডি:- AA2019