প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ
"প্লাস্টিক টাইড টার্নারস চ্যালেঞ্জ ব্যাজ"
পর্যায়: চ্যাম্পিয়ন।
ধাপ: সমাজসেবা ও সমাজ উন্নয়ন
*প্রতিষ্ঠান /সংস্থা /দোকান/ব্যক্তি পর্যায়ে প্লাস্টিক পুনঃব্যবহার ও প্লাস্টিক বিকল্প ব্যবহার করা বিষয়ে বাস্তবায়ন ও উৎসাহ প্রদান করা।
*প্লাস্টিক টাইড টার্নারস বিষয়ে সচেতনতা কার্যক্রম করার লক্ষ্য নিয়ে সহজে যোগাযোগ পদ্ধতি (পোস্টার/ভিউ কার্ড/প্ল্যাকার্ড /লিফলেট ইত্যাদি) ধর্মীয় স্থান/শিক্ষা প্রতিষ্ঠান /স্থানীয় বাজার/সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ও প্রদর্শন করা।
ধাপ:সমাজ উন্নয়ন
১. গ্রুপ কার্যক্রম-৪:(রাস্তাধরা / ড্রেন/পুকুর পাড়ে গিয়ে প্লাস্টিকের অপসারণ সম্পূর্ণ করা।)
২.গ্রুপ কার্যক্রম-৫:নতুন উদ্ভাবক স্থান থেকে প্লাস্টিক অপসারণ সম্পূর্ণ নিশ্চিত করা।)
৩.গ্রুপ কার্যক্রম:(প্রতিষ্ঠান /দোকান /সংস্থা/ব্যক্তি পর্যায়ে গিয়ে প্লাস্টিকের পুনঃব্যবহার কমানো এবং ৫০% প্লাস্টিকের বিকল্প ব্যবহার সম্পূর্ণ নিশ্চিত করানো।)
বগুড়া বাংলাদেশের অন্যতম ব্যস্ত শহরগুলোর মধ্যে একটি। প্রতিদিন শতশত মানুষের ভীড়। মানুষের মাধ্যমে ব্যবহৃত অনেক প্লাস্টিক রাস্তাঘাট এর পাড় ও এর আশেপাশের এলাকা নোংরা করে। আমরা বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের সদস্যরা স্থানীয় মুরুব্বিকে সাথে নিয়ে আশেপাশের এলাকার বর্জ্য অপসারণের কাজ করি