প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ
*তাত্ত্বিক অর্জিত জ্ঞান প্রয়োগ:
প্লাস্টিক বিকল্প ব্যবহার করে ফুলের বাগান/সবজির বাগান/মডেল তৈরি করণ।
*সমাজ সেবা কার্যক্রম:
১.সঠিক স্থানে প্লাস্টিক বর্জ্য অপসারণের লক্ষ্যে উৎসাহ প্রদান ও বাস্তবায়ন করণ।
২.প্রতিষ্ঠান/সংস্থা/দোকান/ব্যক্তি পর্যায়ে প্লাস্টিক পুনঃব্যবহার এবং প্লাস্টিকের বিকল্প ব্যবহারের বিষয়ে বাস্তবায়ন ও উৎসাহ প্রদান করণ।
*সমাজ উন্নয়ন:(গ্রুপ কার্যক্রম)
নদীর পাড়/সাগর পাড়/সমুদ্র পাড়/পুকুর পাড়/খাল পাড়/ড্রেন ইত্যাদি এবং একইসাথে নতুন উদ্ভাবক স্থান থেকে স্থানীয় জন প্রতিনিধি বা মুরুব্বিদের সাথে নিয়ে প্লাস্টিক অপসারণ কাজ সম্পূর্ণ করণ।
আমাদের স্লোগান:
_______________
★*প্লাস্টিক বর্জন করি
দূষণ মুক্ত সমাজ গড়ি*★