প্লাষ্টিক টাইড টার্নার ব্যাজ সম্পর্কে ধারণা লাভ।
২১ নভেম্বর ২০২০ ইং তারিখ, করোনা মহামারির বন্দী দশার মধ্যেই আমরা অষ্টম অনলাইন মিটিং টি সম্পূর্ণ করলাম।
এই দিন সন্ধ্যা ৭ টায় মিটিং শুরু হয়ে রাত্র নয়টায় শেষ হয়।
মিটিং এর এজেন্ডা ছিল,
প্লাষ্টিক টাইড টার্নার ব্যাজ সম্পর্কে ধারণা লাভ করা ।
সেশনটি প্রায় ৫০ মিনিট ধরে চলে ।সম্পূর্ণ সেশনটি প্রজেনটেশন এর মাধ্যমে উপস্থাপন করা হয়।
সেশন ছাড়াও প্লাষ্টিক এর ব্যাবহার কিভাবে কমানো যায় পাশাপাশি প্লাটিকে কিভাবে পুনরায় ব্যবহার যোগ্য করা যায় এসকল বিষয়ে সকল রোভারদের মতামত গ্রহন করা হয়। এবং প্লাষ্টিক যে পরিবেশের জন্য হুমকি স্বরূপ এ বিষয়ে সকলকে সচেতন করা হয় ।
অতপর মিটিং কার্যক্রম কিভাবে আরও সু শৃঙ্খল করা যায় এ বিষয়ে আলোচনার মাধ্যমে রাত্র 'ন টায় মিটিং টি শেষ হয়