Profile picture for user azmi#zion
Bangladesh

"প্লাস্টিক রিসাইকেল কর্মসূচি"

আমরা বিশ্বজুড়ে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব  বিবেচনায় কমলাপুর রেলওয়ে স্টেশনে কার্যক্রমটি বাস্তবায়নে অনুপ্রেরিত হয়ে ছিলাম।আমরা প্লাস্টিক ব্যবহার কমানোর ও সচেতনতা বাড়ানোর কাজ করেছি।

আমরা হাতে পাতলা আবরণ এবং বিভিন্ন প্লাস্টিক সংগ্রহের থলে নিয়ে কামলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছিলাম। আমরা স্টেশনের মধ্যে রেলপথ ও প্লাটফর্ম  হতে প্রায় ৫০ থলে প্লাস্টিক সংগ্রহ করে, তাদেরকে রিসাইকেল যোগ্য ভিন্ন ধরণের প্লাস্টিক থেকে আলাদা করেছিলাম। প্লাস্টিক গুলো যথাযথ ভাবে রিসাইকেল করতে অবশেষে স্টেশনের অভ্যন্তরীন রিসাইকেল-বিনে প্লাস্টিক গুলো রেখে দেই |

এই প্রচেষ্টায় মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সহায়ক হয়েছে এবং পরিবেশ সম্পর্কে আলোকচিত্র ছড়িয়েছে।

কামলাপুর রেলওয়ে স্টেশনে আমাদের অভিজ্ঞতা আমাদের প্লাস্টিক দূষণ রোধের প্রয়েজনীয়তা সম্পর্কে সচেতন ও সচেষ্ট হতে শেখায় ।

Started Ended
Number of participants
15
Service hours
150
Beneficiaries
517
Location
Bangladesh
Topics
Humanitarian action
Healthy Planet
Global Support Assessment Tool
Initiatives
Environment and Sustainability

Share via

Share