প্লাস্টিক পুনঃব্যবহার করে ব্যবহারযোগ্য পণ্য তৈরি।
প্লাষ্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ
প্রারম্ভিক পর্যায়-
ধাপ: সমাজ উন্নয়ন
১.২)২০ টি পরিবারকে প্লাস্টিকের পুনঃব্যবহারের আইডিয়া শেয়ার করা ও প্লাস্টিকের বিকল্প ব্যবহারে উৎসাহিত করা। ঢাকার মোহাম্দপুরের নিম্নআয়ের মানুষদের প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত করা এবং প্লাস্টিক বিকল্প ব্যবহারে উৎসাহিত করা হয়।
এছাড়াও করোনাভাইরাস এর কথা চিন্তা করে জনসচেতনতার লক্ষ্যে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। যেখানে সবাই অঙ্গীকারবদ্ধ হয় সে এবং তার পরিবার প্লাস্টিক ব্যবহার ও পুনঃব্যবহারের সচেতন হবে।
২.১. প্লাস্টিক দিয়ে ব্যবহারযোগ্য ওয়াগেল।
২. প্লাস্টিকের বোতল দিয়ে ছাদ কৃষি।
৩. প্লাস্টিকের বোতল দিয়ে টেবিল ল্যাম্প
Md Riaj Hossain
BS ID: AB1841
Scout.org ID: https://www.scout.org/user/2751824
Unit: Lalbagh Open Scout Group
#losg
#PTTCB
#RoverRegion
#BangladeshScouts
#PTTCBadgeBDScout #PTTCBadgeWorldScouts
#wosm