Profile picture for user arifin_gosg
Bangladesh

প্লাস্টিক নিধন কর্মসূচি

কমলাপুর রেলওয়ে স্টেশন হলো বাংলাদেশের অন্যতম এবং জনবহুল রেলওয়ে স্টেশন। দেশের অধিকাংশ ট্রেন এখানে যাত্রা বিরতিতে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য থেকে যায়। এই স্টেশনের রেল লাইন যদি পরিষ্কার না থাকে, তবে এটি অসুবিধা এবং দুর্ঘটনা সৃষ্টি করতে পারে।

কমলাপুর রেলওয়ে স্টেশনে আমাদের স্কাউট দল একটি মিশনে যোগ দিয়েছিল। আমরা স্টেশন থেকে সকল প্রকারের ময়লা আবর্জনা পরিষ্কার করেছি। আমরা যেসব ময়লা পচনশীল নয় সেগুলোকে আলাদা রেখেছি এবং পচনশীল ময়লা আলাদা রেখেছি। আমরা একত্রে কাজ করে স্টেশনটিকে পরিষ্কার তুলেছি।

কমলাপুর রেলওয়ে স্টেশনে আমাদের পরিছন্নতার কাজের জড়িত হয়ে আমরা শিখতে পেরেছি আমাদের চারপাশ পরিচ্ছন্ন রাখার গুরুত্ব। রেল লাইন এবং প্ল্যাটফর্ম পরিষ্কারের উদ্যোগ নিয়ে, আমরা আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করেছি, যার ফলে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করা শিখেছি।এর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে পরিস্কার পরিচ্ছন্নতা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিস্কার পরিচ্ছন্নতা হলো একটি জরুরি বিষয়বস্তু 

Number of participants
1
Service hours
6
Beneficiaries
200
Location
Bangladesh
Topics
Civic engagement
Youth Engagement
Youth Programme

Share via

Share