Profile picture for user shifat_khan
Bangladesh

প্লাস্টিক ব্যবহার নিয়ে সচেতনামূলক কর্মসূচি -২০২১

উন্নতি হওয়ার সাথে সাথে আমাদের দেশের প্লাস্টিকের ব্যবহার বেড়ে যাচ্ছে। এই প্লাস্টিক অতিরিক্ত ব্যবহার করার কারণে, আমাদের আশেপাশের নদী-নালা-খাল-বিল দূষিত হচ্ছে এবং পরিবেশের দিন দিন ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই আমাদের দেশ ও পৃথিবী বাঁচানোর জন্য প্লাস্টিকের ব্যবহার পরিত্যাগ করতে হবে এবং পর্যায়ক্রমে গাছ লাগাতে হবে। #lgmsc
পৃথিবী ও দেশ রক্ষা করার জন্য আমাদের এই কার্যক্রম শুরু করি ৪টি দলে ভাগ হয়ে। ১দল স্কুলের সামনে থেকে শুরু করে পশ্চিম দিকেরে ১কি.মি পর্যন্ত, এবং বাকি ৩টা দল 'উত্তর দিকে, পূর্ব দিকে, দক্ষিণ দিকের' মানুষের বাসায় গিয়ে সবাইকে প্লাস্টিক ব্যবহার হতে সচেতন করেছি, ও দোকানদার দের প্লাস্টিক ব্যাগের পরিবর্তে অন্যান্য ব্যাগ ব্যবহার করতে সাজেস্ট করেছি এবং আমরা আমাদের সচেতনামূলক কাজটি করে গিয়েছি। #lgmsc
আমরা যদি নিজ থেকে উদ্যোগ না নেই, তাহলে আমরা কোনদিনও পরিবেশকে রক্ষা করতে পারবো না। দিন দিন পরিবেশ দূষিত হয়ে যাবে, অক্সিজেনের মাত্রা কমতে থাকবে এবং গ্লোবাল ওয়ার্মিং দেখা দিবে। আশেপাশের নদি,খাল-বিল প্লাস্টিক দিয়ে ভরে যাবে, খাবার পানিও পাওয়া যাবে না। তাই আমাকের পরিবেশ ও প্লাস্টিক নিয়ে সতর্ক হতে হবে এবং দেশকে রক্ষা করতে হবে।
Number of participants
17
Service hours
5
Beneficiaries
2000
Location
Bangladesh
Topics
Healthy Planet
Responsible consumption
Youth Programme

Share via

Share