প্লাস্টিক বর্জনের সচেতনতায় স্কাউট।

কমলাপুর রেলওয়ে স্টেশন হলো বাংলাদেশের অন্যতম এবং জনবহুল রেলওয়ে স্টেশন। দেশের অধিকাংশ ট্রেন এখানে যাত্রা বিরতিতে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য থেকে যায়। এই স্টেশনের রেল লাইন যদি পরিষ্কার না থাকে, তবে এটি অসুবিধা এবং দুর্ঘটনা সৃষ্টি করতে পারে।
কমলাপুর রেলওয়ে স্টেশনে আমাদের স্কাউট দল একটি মিশনে যোগ দিয়েছিল। আমরা স্টেশন থেকে সকল প্রকারের ময়লা আবর্জনা পরিষ্কার করেছি। আমরা অপচনশীল ময়লাগুলোকে আলাদা রেখেছি এবং পচনশীল ময়লা আলাদা রেখেছি। তাছাড়া আমরা বিশেষ ভাবে প্লাস্টিক জাতীয় সকল কিছু কে আলাদা করে রেখেছি। আমরা একত্রে কাজ করে স্টেশনটিকে পরিষ্কার করেছি।
কমলাপুর রেলওয়ে স্টেশনে আমাদের পরিছন্নতার কাজের জড়িত হয়ে আমরা শিখতে পেরেছি আমাদের চারপাশ পরিচ্ছন্ন রাখার গুরুত্ব। রেল লাইন এবং প্ল্যাটফর্ম পরিষ্কারের উদ্যোগ নিয়ে, আমরা আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করেছি, যার ফলে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করা শিখেছি।
Started Ended
Number of participants
1
Service hours
12
Beneficiaries
1300
Location
Bangladesh
Topics
Healthy Planet
Nature and Biodiversity
Healthy Planet
Healthy Planet
Humanitarian action

Share via

Share