পিটিটিসি ব্যাজঃনেতৃত্ব পর্যায়-সমাজসেবা কার্যক্রম
"প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ"
নেতৃত্ব পর্যায় (সমাজসেবা কার্যক্রম )
বিষয়ঃ প্লাকার্ড,পোস্টার, লিফলেট ও স্লোগানের মাধ্যমে লোকারণ্যে সচেতনতা।
আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি সকলকে প্লাস্টিকের বিকল্প দ্রব্য ব্যবহার করার প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝাতে। লিফলেট এবং স্লোগানের মাধ্যমে আমি শিক্ষা প্রতিষ্ঠান, জনসমাগম স্থল এবং হাটবাজারের মানুষকে প্লাস্টিক না ব্যবহার করার জন্য সচেতনতা তৈরি করেছি।প্লাস্টিক প্রাণী এবং জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। প্লাস্টিক সাগর, নদী,জলাশয় দূষণ করে। একবার ব্যবহারিত প্লাস্টিক যেমন- ওয়ান টাইম প্লেট,গ্লাস, চায়ের কাপসহ ইত্যাদি বিভিন্ন প্লাস্টিক দ্রব্য সবচেয়ে বেশি পরিবেশ দূষণ করছে। সাগরের বিভিন্ন প্রাণী যেমন- ডলফিন,তিমি,হাঙর, মাছসহ জলজপ্রাণী প্লাস্টিকের তৈরি জালে আটকা পড়ে মারা যাচ্ছে। বক আটকে যাচ্ছে প্লাস্টিকের দ্রব্যে।বিভিন্ন স্থলজ প্রাণী বাঘ,সিংহ, জেবরা, উটের মুখ আটকে যাচ্ছে প্লাস্টিকের পাত্রে।
প্রাণ হারাচ্ছে তারা। নর্দমাগুলো আটকে যাচ্ছে প্লাস্টিক ও পলিথিনের মাধ্যমে। ব্যাঘাত ঘটছে ড্রেনেজ সিস্টেমে,তৈরি হচ্ছে অনাকাঙ্ক্ষিত জলবদ্ধতা। মানুষ পড়ছে বিপাকে। প্লাস্টিক দ্রব্য হাজার হাজার বছর মাটির নিচে থেকেও পঁচে না ফলে মাটির উর্বরতা নষ্ট হয়, ফসল কম হয়। নদীতে প্লাস্টিক ফেলে আমরা নদী দূষণ করি। জলাশয়ের চারিদিকেও ভাসতে থাকে প্লাস্টিকের বোতল, কলম,অনটাইম প্লেট।
বিয়ে-শাদী,মিলাদ,কুলখানি,খানা হলেই অনটাইম প্লেট গ্লাসের ছড়াছড়ি, সঠিক ব্যবস্থাপনার অভাবে এগুলো পুকুরের পানিতেই খায় গড়াগড়ি। আমরা প্লাস্টিক দ্রব্যের ব্যবহার কম করব,প্লাস্টিকের পুনঃব্যবহার করব। তাহলেই ক্ষতিকর প্লাস্টিকমুক্ত বাংলাদেশ এবং বিশ্ব গড়তে পারবো।ধন্যবাদ।
মোঃ ওসমান গনি
রোভার মেট,
ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ
ঢাকা জেলা রোভার,
বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চল।
E-mail: shuvodu202@gmail.com
BS ID : AT2095
WOSM ID: 3058314
#PTTCBadgeBDScouts
#PTTCBadgeWorldScouts