পায়ে হেঁটে ১৫০ কি.মি. পরিভ্রমণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন রোভার
Bangladesh

পায়ে হেঁটে ১৫০ কি.মি. পরিভ্রমণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন রোভার

রোভার স্কাউটিংয়ে সর্বোচ্চ অ্যাওয়ার্ড "প্রসিডেন্ট'স রোভার স্কাউট" অর্জনের লক্ষ্যে প্রথমবারের মতো কুবি রোভার স্কাউট গ্রুপ এর তিনজন রোভার গত ২৪ শে মার্চ ২০২১ বুধবার চট্টগ্রামের লোহাগাড়া থেকে শুরু করে ২৮ শে মার্চ ২০২১ রবিবার কক্সবাজারের টেকনাফ পর্যন্ত পাঁচদিনের পরিভ্রমণ সম্পন্ন করেন।

এ পরিভ্রমণের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সিনিয়র রোভারমেট খোরশেদ আলম। দলের অন্য দুই সদস্য হলেন একই শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রোভারমেট আব্দুর রহমান ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রোভারমেট রাশেদুল আমীন। তারা জানান রোভার স্কাউট প্রোগ্রামে ৬টি পারদর্শিতা ব্যাজের মধ্যে চ্যালেঞ্জিং এবং সবচেয়ে অ্যাডভেঞ্চারাস হলো এই "পরিভ্রমণকারী ব্যাজ"।

'প্লাস্টিক বর্জন করি, পরিবেশকে রক্ষা করি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলার পথে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসনিক কর্মকতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন। একই সাথে তারা স্বাস্থ্যবিধি মেনে চলতে, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে নানা সচেতনতামূলক কর্মসূচি চলায়।

অনুভূতি প্রকাশ করে এসআরএম খোরশেদ আলম বলেন, এই ৫ দিন হাঁটার সময় আমরা শারীরিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়লেও মানসিকভাবে শক্ত ছিলাম। এর মধ্যদিয়ে আমরা অর্জন করেছি বিচিত্র অভিজ্ঞতা শিখেছি নানান কিছু। রোভাররা নিত্য নতুন পরিবেশে ও পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে প্রশিক্ষিত। আর এই শিক্ষা হাতে কলমে শিখা যায় পরিভ্রমণে।

Started Ended
Number of participants
3
Service hours
90
Location
Bangladesh
Topics
Personal safety
Youth Engagement
Legacy BWF

Share via

Share