পারদর্শিতা ব্যাজ কোর্স ২০১৯
গত ১১-১৩ মে ২০১৯ সনে, ঢাকা মেট্রোপলিটন স্কাউটসের উপ-এলাকা নং ৭/এর (রমনা, হাতির ঝিল, শাহবাগ, পল্টন মডেল) পারদর্শিতা ব্যাজ কোর্স অনুষ্ঠিত হয় ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে।
ব্যাজ হলো স্কাউটদের যোগ্যতার স্বীকৃতি। বিভিন্ন বিষয়ের উপর পারদর্শিতা অর্জনের স্বীকৃতি প্রদানের নিদর্শন হলো পারদর্শিতা ব্যাজ। ব্যাজ কোর্সের মাধ্যমে স্কাউটসরা বিভিন্ন বিষয়ের উপর পারদির্শতা অর্জন করতে সক্ষম হয়। সর্বমোট ১৩ টি গ্রুপে ১২৬ টি ব্যাজ রয়েছে।
এবার ঢাকা মেট্রোপলিটন স্কাউটসের অধীনের ৪ টি স্কুল মোট ১০৪ জন স্কাউট এই পারদর্শিতা ব্যাজ কোর্সে অংশগ্রহন করে। কোর্সটি পরিচালনায় সহযোগিতা করেছেন মোট ৭ জন। যথা:
১/ মোঃ রুস্তম আলী
২/তাসনিম আকবরী
৩/সৈয়দা আসমা বেগমচ
৪/ইয়াসমিন আরা মিলি
৫/ফেরদৌসী আক্তার
৬/সাকিব নাওয়াজ
৭/মোঃ কামরুজ্জাম