#পানিতে_আটকে_পড়া_মানুষের_জন্য_মানবতা
#পানিতে_আটকে_পড়া_মানুষের_জন্য_মানবতা...
মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ ও
ইছামতি-নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন _এর যৌথ উদ্যোগে এর সদস্যরা আলালপুর গ্রামের পানিতে আটকে পড়া নিরুপায় মানুষদের যাতায়াতের জন্য সাঁকো তৈরি করে দিয়েছে। এতে আটকে পড়া মানুষজন খুবই উপকৃত হয়েছেন এবং আমাদের জন্য দোয়া করেছেন।
নিজ নিজ উদ্যোগে আপনার আশেপাশে এসব নিরুপায় মানুষদেরকে সাহায্য করুন। প্রয়োজনে বাঁশের সাঁকো করে দিন। আমাদের জানালে আমরাও যথাসাধ্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।
#মহাকবি_কায়কোবাদ_মুক্ত_স্কাউট_গ্রুপ