”পানি বিতরণ কার্যক্রম“
প্রখর গরমে রাস্তায় চলাচলকৃত মানুষদের পানি বিতরণ এই প্রোজেক্ট এর মুল উদ্দেশ্য।
০১ শে জানুয়ারি ২০২3 কুষ্টিয়ার কাটাইখানা মোড়ে রোভার গ্রুপের ১৫ মেম্বার দ্বারা গঠিত "কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপে" এর পক্ষ্য থেকে প্রায় ৫০ জন সুবিধাবঞ্চিত দের পানি বিতরণ করা হয়। ১৫ জন মিলে ৫০ জন মানুষ এবং পথশিশুদের জন্য খাবার পানি নিয়ে যায় এবং বিতরণ করি।
পুরো কর্মসূচিতে আরএম শাওন আহমেদ এর নেতৃত্বে রোভাররা সুন্দর ভাবে দক্ষতার সাথে প্রকল্পটি বাস্তবায়ন করেন।
আমারা পানি বিতরণের মাধ্যমে মানুষের মুখে আত্মতৃপ্তির মৃদু হাসি লক্ষ করি। যা আামাদেরকে করেছে উৎসাহিত। আমাদের দেখা দেখি সমাজের মানুষের মধ্যে মনুষ্যত্ব বিকাশের সুযোগ রয়েছে।