পাইওনিয়ার প্রজেক্ট
অগ্রদূত মুক্ত স্কাউট দলের আয়োজনে দুই দিন ব্যাপী পাইওনিয়ার প্রশিক্ষণ দেওয়া হয় । এতে পাইওনিয়ার সম্পর্কিত যাবতীয় বিষয়ের উপর প্রশিক্ষন দেওয়া হয়। উক্ত প্রজেক্টে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন জনাব মকসুদুর রহমান সাইয়্যান।স্যারের নেতৃত্বে দক্ষ প্রশিক্ষক টিমের সমন্বয়ে পাইওনিয়ার প্রজেক্ট বাস্তবায়ন করা হয়।প্রশিক্ষক টিমের সদস্য হিসাবে উপস্থিত ছিলেন জনাব তাওহীদুর রহমান শাহ্ , জনাব রাজু আহমদ ,জনাব শিমুল আহমদ।নিম্নে বর্ণিত বিষয়ের উপর প্রশিক্ষন প্রধান করেন।
দড়ির বিভিন্ন অংশের নাম:বাইট,টার্ন,রাউন্ড,
রাউন্ড টার্ন,লুপ ইত্যাদি সম্পর্কে শিখানো হয়।বিভিন্ন ধরনের হুইপিং শিখানো হয় ১.কমন হুইপিং২.ওয়েস্ট ক্যান্ট্রি হুইপিং ৩. সেইল মেকার্স হুইপিং।
প্রাথিক ছয়টি গেরো শিখানো হয়।
১.রিফনট ২.ক্লোভ হীচ ৩.শীট ব্যান্ড ৪.বোলাইন ৫.টিম্বার হীচ ৬.রাউন্ড টার্ন।
এছাড়াও... ১.বোলাইন অন দি বাইট ২.ক্যাটস প ৩.স্লিপারী শীট বেন্ড ৪.মারলাইন স্পাইক হীচ ৫.ওয়েস্ট কান্ট্রি হুইপিং ৬.স্কয়ার বো ৭.ফায়ার ম্যান্স চেয়ার নট ৮.ফিশার ম্যান্স নট ৯.স্ক্যাফোল্ড হীচ ১০.ড্র হীচ।
এ ছাড়া ও ল্যাশিং শিখানো হয়।
১.ডায়গোনাল ল্যাশিং
২.স্কয়ার ল্যাশিং
৩.শেয়ার ল্যাশিং
৪.শেয়ার লেগ
৫.পোল তৈরি
৬.ফিগার অব এইট ল্যাশিং
আমাদের আর শিখানো হয়,
১.পোল মাংকি ব্রিজ তৈরি
২.রোপ ম্যাংকি ব্রিজ
৩.ট্রাসেল ব্রিজ
৪.কমান্ডো ব্রিজ
৫.ট্রাইপড
এ ছাড়া ও বিভিন্ন ধরনের গেজেট দেখানো হয়।