ওয়ান ডে ও দীক্ষা ক্যাম্প-২০১৮
স্থান :-খনজাহান আলী ডিগ্রি কলেজ রোভার ডেন
খনজাহান আলী ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপে ২০১৮ সালের রোভারদের দিক্ষা আনুষ্ঠান ও ওয়ান ডে ক্যাম্প এ ৩০ জন রোভার কে দিক্ষা দেওয়া হয়েছিল। এ আনুষ্ঠানে বাগেরহাট জেলা রোভার এর সম্পাদক স্যার, খনজাহান আলী ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ এর সভাপতি ও আর,এস,এল স্যার সহ আরো আনেক উপস্তিত ছিল।