নদীর ধারে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৩

নদীর ধারের মাটি খুব নরম হওয়ায় এটি খুব দ্রুত ধসে যায়। এর ফলে নদীর ধারের এলাকা গুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা থাকে প্রবল।
আসসালামু আলাইকুম ৩০-০৭-২৩ ইং তারিখ দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন হয়। দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় দিনাজপুর জেলার রোভার কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।স্থান ছিলো চুনিয়া পাড়া (গরেশ্বরী নদীর বাধ), দিনাজপুর। সেখানে নদীর ধারের বৃক্ষরোপন করার ফলে পাশের এলাকাটা নদীর পাড় ধসে যাওয়া থেকে কিছুটা পরিমান হলেও সুরক্ষিত থাকে।
আমরা পানি উন্নয়ন বোর্ড এর সহযোগিতায় সকলে একসাথে হয়ে কাজ করি দলবদ্ধ ভাবে। এর ফলে আমরা অন্যের উপকার করে নিজেরাও খুব আনন্দিত হই। একে অন্যের উপকার করলেই সুখ পাওয়া যায়।
Number of participants
35
Service hours
3
Beneficiaries
500
Location
Bangladesh
Topics
Clean Energy
Healthy Planet
Youth Programme

Share via

Share