নবম জাতীয় কাব ক্যাম্পুরী২০১৯
বাংলাদেশ স্কাউটস প্রতি ৪ বছর পর পর একটি জাতীয় ইভেন্ট আয়োজন করে ... তারই ধারাবাহিকতায় প্রতি ৪ বছর পর পর বাংলাদেশে জাতীয় কাব ক্যাম্পুরী উদযাপিত হয় ... এবং ২০১৯ সালেও তার ব্যতিক্রম ঘটেনি ... ২০১৯ সালে কাবদের সব থেকে বড় মিলনমেলা জাতীয় কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয় গাজীপুর মৌচাকে ... প্রায় ৫০০ কাব স্কাউট সেখানে অংশগ্রহণ করে ...