
নার্সারি প্রকল্প
বৃক্ষ মেলায় নানা রকম চারা গাছের সমারহ দেখা যায়।এসব গাছের গুনাগুন জেনে নার্সারি প্রকল্পের কর্মসূচি গ্রহণ করা হয়
আমরা আমাদের কলেজের রোভার ডেনের কাছে নার্সারি প্রকল্পটি শুরু করি মে মাস থেকে।এ কাজে আমাদের গ্রুপ লিডার স্যার ও সহযোগিতা করেন।আমরা নিম গাছের বীজ বপন করি।নিম গাছের উপকারিতা অনেক। নিম গাছের চারা বড় হওয়ার পর আমরা কলেজের আশেপাশে রোপন করি এবং অনেকে চারা দিয়ে দেয় বাসায় লাগানোর জন্য।
এই প্রকল্পের মাধ্যমে বীজ বপন এবং তা থেকে চারা উৎপাদন পদ্ধতি শিখেছি।