মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ
যাঁদের আহ্বানে আমাদের ঘুম ভাঙে। সামান্য বেতন বা মুষ্টির চাল উঠিয়ে যাঁদের সংচার চলে। ঘড়ির কাঁটার সাথে যোগাযোগ রেখে যাঁরা নিয়মিত কাজ সম্পাদন করে। যাঁরা আমাকে আপনাকে নিয়মিত বলছে ইফতার কিংবা সাহরির আর মাত্র ১৫ মিনিট বাকি আছে.... জ্বি, আমরা আপনার পাড়ার মসজিদের মুয়াজ্জিনদের কথা বলছি। প্রতিদিন যে মানুষটি ঠিক সময়মত আযান দিচ্ছে, সেহেরিতে ডেকে দিচ্ছে। একবারও কি ভেবেছেন এই করোনাকালীন সময়ে তার সংসার কিভাবে চলছে? কোন ব্যাখ্যা ছাড়াই বলা যায়, সমাজের সবচেয়ে অবহেলিত মানুষদের একজন হলো এই সহজ-সরল ও সময়নিষ্ঠ মুয়াজ্জিন চাচা ও ভাইয়েরা। তাদের জন্য সামান্য কিছু করার প্রচেষ্টা চালিয়েছি। 'খাতা-কলম' পরিবার এসকল মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদেরকে ত্রাণ নয় বরং সম্মানের সাথে ঈদ উপহার পৌঁছে দিচ্ছে। এবং প্রতিজনের নিকট মহাগ্রন্থ আল- কুরআনও পৌঁছে দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা এমন কাজ করতে পেরে আনন্দিত।
দেশবাসীকে বলবো,আমরা মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কিছু গ্রামে এই কার্যক্রম চালিয়েছি। আপনিও আপনার এলাকায় উদ্যোগটি নিতে পারেন এবং মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারেন।
কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. ইয়াছিন কবীর স্যারের প্রতি। যিনি উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠান করার অনুমতি দিয়েছেন এবং নিজে উপস্থিত থেকে মুয়াজ্জিন সাহেবদের হাতে উপহার তুলে দিয়েছেন।