
মুজিব শতবার্ষিকী উপলক্ষে প্রতিভা অন্বেষণ-২০২০
মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ স্কাউটস কুষ্টিয়া জেলা রোভার কর্তৃক আয়োজিত প্রতিভা অম্বেষণের আয়োজন করা হয় কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজ, এখানে ৪৫ জন অংশগ্রহণকারী ও ১০ জন বিচারক মন্ডলীদের নিয়ে অনুষ্ঠানটি পরিচালনা হয়,অনুষ্ঠানের বিষয় ছিল, প্রাথনা সংগীত(বাদশা তুমি দিন ও দুনিয়া)
কবিতা আবৃতি(স্বাধীনতা শব্দটি কীভাবে আমাদের হলো কবি নির্মলেন্দু গুণ)
নির্ধারিত বক্তিতা (স্বাধিকার আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু)
কুইজ(জাতির পিতা বঙ্গবন্ধুর কর্মজীবন সম্পর্কে)
একক সংগীত (জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে রচিত)
স্বরচিত কবিতা (জাতির পিতা বঙ্গবন্ধুর কর্মের উপর)
প্রবন্ধ(জাতির পিতা বঙ্গবন্ধুর সংগ্রামী ছাত্র জীবন, সর্বোচ্চ ১৫০০ শব্দের ভিতর)
অনুষ্ঠান শেষে দক্ষ বিচারকমণ্ডলীগন প্রতিটি বিষয় থেকে দু'জন করে বিজয়ী নির্বাচন করে তারা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে