মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।
প্রতিনিয়তই মশা বাহিত রোগের প্রকোপ বাড়ছে। অপরিচ্ছন্ন জায়গায় প্রচুর পরিমাণে জীবাণু ও ক্ষতিকর পোকামাকড় বাস করে। এর প্রভাবে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় তাই পরিবেশকে সুরক্ষিত রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
আমরা এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আমাদের নিজ ক্যাম্পাস চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে শুরু করি। ইনস্টিটিউট ক্যাম্পাসের চারিদিকে ড্রেনে জমে থাকা ময়লা গুলো পরিষ্কার করি। মশা ও বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকামাকড় জন্ম নেয় এরকম ঝোপঝাড় পরিষ্কার করি। এবং আমরা জনসচেতনামূলক ব্যানারের মাধ্যমে শিক্ষার্থীদের এ বিষয়ে উদ্বুদ্ধ করি।
'একতাই বল' আমরা সবাই মিলে কাজটি করার ফলে অনেক সহজেই কাজটি সম্পাদন করতে পারি। একা একা কখনোই এত বড় জায়গা পরিষ্কার করা সম্ভব না। দলবদ্ধভাবে কাজ করলে যে কোন কঠিন কাজই সহজ হয়ে যায়। এই কাজের মধ্যে আমরা শিখতে পারি দলবদ্ধ ভাবে কাজ করলে অনেক কঠিন আজও খুব সহজেই সম্পাদন করা যায়।