মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধাঞ্জলিতে সহায়তা প্রদান।
Profile picture for user Md. Harun Or Rashid_1
Bangladesh

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধাঞ্জলিতে সহায়তা প্রদান।

১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রথম বড় আন্দোলন। একটি থিওরি অনুযায়ী পশ্চিম পাকিস্তান তিন ভাবে বাংলাদেশিদের ওপর আগ্রাসন চালায় যার চুড়ান্ত পরিণতি ছিল মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। সাংস্কৃতিক আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন এবং সামরিক আগ্রাসন। উর্দু ভাষাকে রাষ্ট্র ভাষা ঘােষণা করে প্রথম আগ্রাসন এর বিরুদ্ধে ভাষা আন্দোলন করে যেই ছাত্ররা শহীদ হয়েছিলেন তাদের কাছে জাতী আজীবন দায়বদ্ধ থাকবে। সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন স্তরের লোকজন। দিনাজপুর গড় এ শহীদ মিনারে জনসাধারণের শ্রদ্ধাঞ্জলিতে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভার ও দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ এর সকল সদস্য, আরএসএস বৃন্দ সহায়তা প্রদান করেন ।
Number of participants
122
Service hours
732
Topics
Youth Engagement
Good Governance
Youth Programme
Partnerships

Share via

Share