Profile picture for user mumyaze ahmed
Bangladesh

মৌলভীবাজারে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ।

২০২৪ সালে আগস্ট মাসে ভারী বৃষ্টিপাত হয়েছে। ভারতের এই বৃষ্টিপাতের সকল পানি বাংলাদেশের বিভিন্ন শহর ভাসিয়ে নিয়ে যায়। অনেক মানুষ গৃহবন্দি হয়ে যায়। তারা খাবার জন্য কিছু পায় না, এমনকি নিরাপদ পানিও পায় না। তাই আমি এবং আমার কিছু স্কাউট বন্ধুরা এবং মৌলভীবাজারের বন্যা কবলিতদের মধ্যে কিছু মানুষকে সাহায্যের জন্য উদ্যোগ গ্রহণ করে।
আমরা বিশেষভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী (শিশু, বয়স্ক এবং মহিলা) উপর ফোকাস রেখে প্রস্তুতকৃত খাবার কার্যকরভাবে এবং ন্যায়সঙ্গতভাবে বিতরণ করি। স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা উপকারভোগীর আনুমানিক সংখ্যা নির্ধারণ করি। আমরা বিতরণের জন্য এমন কিছু স্কুল নির্বাচন করি, যেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজন আশ্রয় নিয়েছিলেন।
দুর্যোগ বা দুর্ঘটনা কখন এবং কোথায় সংঘটিত হবে, তা কেউ জানে না। আমরা নিজেরাও এই পরিস্থিতিতে পড়তে পারি, তাই আমাদের উচিত দুর্যোগকবলিত মানুষদের যথাসম্ভব সাহায্য করা। সেবা আমাদের ধর্ম হওয়া উচিত।
Started Ended
Number of participants
20
Service hours
12
Beneficiaries
500
Location
Bangladesh
Topics
Inner peace and spirituality
Humanitarian action
Peacebuilding

Share via

Share