মাস্ক বিতরণ কার্যক্রম

বিশ্বব্যাপী করোনা ভাইরাস মোকাবেলায় অগ্রদূত মুক্ত স্কাউট দলের সব সদস্যরা মাস্ক বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করে।
আমরা আমাদের সিলেট জেলার ঢাকাদক্ষিন বাজারে সকল সদস্যরা যাদের মাস্ক নেই তাদের আমরা মাস্ক বিতরণ করি এবং তাদেরকে সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহারে উৎসাহিত করি।
এই প্রজেক্টের মাধ্যমে সাধারণ মানুষ করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবসময় সজাগ থাকবে।
এই প্রজেক্টের মাধ্যমে আমি নিজে এবং সমাজের সবাইকে সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে উৎসাহিত হই।
Number of participants
50
Service hours
300
Beneficiaries
500
Location
Bangladesh
Topics
Communications and Scouting Profile
Diversity and inclusion
Healthy Planet
Initiatives
Environment and Sustainability

Share via

Share