মাস্ক বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতা

মাস্ক বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতা

"মানবাধিকার প্রতিষ্ঠার পূর্বশর্ত হতেপারে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিত করা" আজকের আয়োজন...... #প্রজেক্ট_ইযখির কতৃক পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে নিয়মিত শিক্ষা কার্যক্রম। আজ ৩য় বারের মতো তাদের মাস্ক বিতরণ করা হয় এবং স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে আলোচনা করা হয়। শীতে সুস্থ থাকার কৌশল এবং সকালে সতেজ হতে পিটি করার জন্য পরামর্শ দেয়া হয় এবং বিপি পিটি করা হয়। এছাড়া আগেরদিনের পড়া পূনরায় আলোচনা করা হয় এবং নতুন করে ছন্দে ছন্দে ছড়া ও ইংরেজি বিষয়ে পাঠদান করা হয়। শিশুদের উদ্দীপনা আর আগ্রহের কোন কমতি নেই। সপ্তাহ জুড়ে অধীর আগ্রহে থাকে কখন আমরা আসবো তাদের সাথে পড়াশোনা খেলাধুলা খাওয়া দাওয়া করবো। সকল শিশু বাঁচুক তার অধিকার নিয়ে। বিঃদ্রঃ শিশুদের আজ বাসায় তৈরি পুষ্টিকর কেক পরিবেশন করা হয়। #প্রযেক্ট_ইযখির #projectizkhir #Scouts4SDGs #QualityEducation #HumanRightsDay #MoP #MessengersOfPeace #APR #WOSM #ProjectIZKHIR #BetterWorldFramework #BangladeshScouts #SDGs #SDG4 #SDG4QualityEducation #Supportsanto
Number of participants
30
Service hours
120
Topics
Youth Programme
Personal safety
Youth Engagement
Legacy BWF

Share via

Share