'মানবতার দেয়াল স্হাপন'
কক্সবাজারের ইসলামপুর এলাকার ৫টি স্হানে এবং খুটাখালি এলাকার ৫টি স্হানে "মানবতার দেয়াল" স্হাপন করা হয়। ২দিন ব্যাপী এ কার্যক্রমে ১০ এর বেশি সদস্যের উপস্থিতি নিশ্চিত করা হয়। "আপনার অপ্রয়োজনীয় কাপড় দিয়ে যান, প্রয়োজনে নিয়ে যান" এই শ্লোগানে সকলে কাজ করে। মানুষের ৫টি মৌলিক চাহিদার মধ্যে বস্ত্র অন্যতম।তাই বস্ত্রহীন মানুষের পাশে দাড়াতে মানবতার দেয়াল স্হাপন ও সংরক্ষণে সকলকে উদ্ভুদ্ধ করা হয়।