
মানব সেবায় রোভারিং ফেইসবুক পেইজ কর্তৃক বিশেষ আয়োজন
#মানব_সেবায়_রোভারিং ফেইসবুক পেইজ কর্তৃক বিশেষ আয়োজন
"আড্ডা হবে গানে গানে"
উক্ত লাইভ অনুষ্ঠানটি গানের আড্ডায় মাতাতে আসছেন,
রিফাত আফসানা
রংপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ, রংপুর জেলা রোভার।
আব্বাস আহমেদ লিমন
সহকারী ইউনিট লিডার, আমরা স্কাউট গ্রুপ।
আফিয়া ফারজানা
রংপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ, রংপুর জেলা রোভার।
মেহেদী হাসান অপু
নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ, নরসিংদী জেলা রোভার।
এবং লাইভ অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকছেন,
তাসনিম আরা
দিনাজপুর সরকারি মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপ, দিনাজপুর জেলা রোভার।
উক্ত লাইভ অনুষ্ঠানটি 'মানব সেবায় রোভারিং' ফেইসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
স্কাউট ব্যাক্তিত্বের সাথে গানের আড্ডায় মেতে উঠতে যুক্ত থাকুন আমাদের সাথে।