মান সম্মত শিক্ষা
ছোট ছোট শিক্ষার্থীদের মাঝে এসডিজির গোল এর বার্তা ছড়িয়ে দিয়ে আগামীর টেকসই ও পরিচ্ছন্ন পৃথিবী গড়াই আমার অনুপ্রেরণা।
আমরা ৫ জনের একটা টীম একটি প্রাথমিক বিদ্যালয়এ যায় এবং ওই স্কুলের শিক্ষার্থীদের মাঝে টেকসই পৃথিবীর বিনির্মান ও পরিচ্ছন্নতা শিক্ষা বিষয়ে আলোচনা করি।সারাদিন ওই সকল শিক্ষার্থীদের সাথে আনন্দের মাধ্যমে তাদের বিভিন্ন বিষয় এ জানানোর চেষ্টা করি।
এর ফলে প্রতিটা শিক্ষার্থী বিভিন্ন বিষয় এ বিশদ জ্ঞান লাভ করে তারা তাদের অভিবাবকের কাছে গিয়ে সচেতনতা সৃষ্টি করবে এর ফলে ভালো প্রভাব পরবে।
নারী পুরুষ এক সাথে সচেতন হয়ে ও সচেতনতা সৃষ্টির মাধ্যমে সুস্থ পৃথিবী গড়বো।