Profile picture for user nazifatabassum
Bangladesh

মাক্স বিতরণ কর্মসূচি

গত ২৯ মার্চ ২০২৪ইং তারিখে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার সাধারণ জনগণের  মাঝে মাক্স বিতরন কর্মসূচি বাস্তবায়িত হয়। যেখানে সর্বস্তরের সাধারণ মানুষের  মাঝে সচেতনতা মূলক বার্তা ও ম্যাক্স বিতরণ করা হয়। আমাদের মূল উদ্দেশ্য ও লক্ষ্য ছিলো সর্বস্তরের সাধারণ মানুষের কাছে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেয়া এবং মাক্স পরিধাণ এ উদ্বুক্ত করা।
চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার সাধারণ জনগনের  মাঝে সচেতনতা মূলক বার্তা ও মাক্স বিতরন কার্যক্রম বাস্তবায়নে কাজ করি, যেখানে আমরা ১০০ এর অধিক মানুষের  মাঝে স্বাস্থ্য সচেতনতা মূলক বার্তা ও ম্যাক্স বিতরণ কর্মসূচী সঠিক ভাবে বাস্তবায়ন ও সম্পূর্ন করতে সক্ষম হই।
সুস্বাস্থ্য ও সুস্থতা প্রতিটি মানুষের মৌলিক অধিকারের অন্যতম অংশ, যা মৌলিক অধিকার সমূহের মধ্যে চিকিৎসার অন্তর্ভুক্ত। এক্ষেত্রে আমাদের করণীয় বিভিন্ন প্রতিকূল অবস্থায় শারীরিক মানসিক সকল দিক থেকে সুস্থ থাকা নিরাপদে থাকা, আর এরই কারণে আমরা সকল বয়সী সকল মানুষের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণে সচেতনতামূলক বার্তা ও মাক্স বিতরণ কর্মসূচি পালনে উদ্বুক্ত হই। এবং তা পুঙ্খানুপুঙ্খ ভাবে সম্পূর্ন করি।
Number of participants
1
Service hours
5
Beneficiaries
100
Location
Bangladesh
Topics
Healthy Planet
Humanitarian action

Share via

Share