মাহে রমজান মাসে গরিব লোকেদের মাঝে সেহেরী বিতরণ
আমাদের দেশের জনসংখ্যা বেশিরভাগ লোক মুসলিম।পবিত্র মাহে রমজান মাসে আমরা সকলেই কম বেশি রোজা রাখি। অনেক গরিব লোকেরা আছে যারা একবেলা খেতে পারে না। তাদের সেহরি বা ইফতারি খাওয়ার সমর্থ নেই। তাদেরকে একবেলা সেহেরী করাতে পারলে আমাদের মনে অনেক শান্তি পায়। এর মানে এটা নয় যে আমরা শুধু খাবার মুসলিম লোকেদের বিতরণ করেছি।আমরা গরীব অসহায় লোকেদের বিতরণ করেছি সেই যে ধর্মেরই হোক না কেন।
ঢাকা শাহাজাহানপুর এলাকায় আমরা বিভিন্ন গরিব লোকেদের মাঝে সেহেরী বিতরণ করি। যাদের একবেলা সেহরী বা রাতের খাবার সামর্থ নেই যে তারা ভালো কিছু খাবে। আমরা এই রমজান মাসে তাদের একবেলা সেহেরী দায়িত্ব নিজেরা বহন করি। আমাদের যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে আমরা চেষ্টা করি। আমরা সকল ধর্মের মানুষের মাঝে খাবার বিতরণ করি।
শাহজানপুর রেলওয়ে ওপেন স্কাউট গ্রুপ, ঢাকা রেলওয়ে জেলা, রেলওয়ে অঞ্চল, বাংলাদেশ স্কাউটস।
আমরা দেখতে পারলাম অনেক লোকেরা আছে যারা একবেলা খেতে পারে না। ভালো ইফতারি, সেহেরী বা রাতে ভালো কিছু খাবার খাওয়া তাদের কাছে স্বপ্ন। তাদের এই স্বপ্ন পূরণ করে আমাদের খুবই ভালো লেগেছে। আমরা সবাইকে বিতরণ করতে পারিনি। আমরা এই রমজান মাসে আরো কয়েকবার ইফতার, সেহেরী বা রাতের খাবার বিতরণের চেষ্টা করব।