মাগুরা আদর্শ কলেজ রোভার স্কাউট ইউনিট এর সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইদ আনন্দ ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ।
Bangladesh

মাগুরা আদর্শ কলেজ রোভার স্কাউট ইউনিট এর সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইদ আনন্দ ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ।

আদর্শ কলেজ রোভার স্কাউট ইউনিট এর সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইদ আনন্দ ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয় ইদের ৩য় দিন অর্থাৎ ৩রা আগস্ট ২০২০ তারিখে। ইদ আনন্দ অনুষ্ঠানটি ফেসবুক মেসেন্জারে ভিডিও কলের মাধ্যমে উদ্বোধন করেন মাগুরা জেলা রোভার স্কাউট এর কমিশনার ও মাগুরা আদর্শ কলেজ এর সম্মানীয় অধ্যক্ষ, জনাব সূর্যকান্ত বিশ্বাস, এসময় ভিডিও কলে আরও শুভেচ্ছা জ্ঞাপন করেন মাগুরা জেলা রোভার স্কাউট এর সহকারী কমিশনার (সংগঠন) জনাব, নাছিমা শিলা। ইদ আনন্দ অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা আদর্শ কলেজ রোভার স্কাউট ইউনিটের রোভার স্কাউট লিডার, জনাব সাজ্জাদ কবির দিপু। ৬ নং বিঞ্চুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কাব লিডার, জনাব মোছা: মোমেনা খাতুন। ইদের আনন্দ কিঞ্চিৎ ভাগ করে নেওয়ার জন্য সুবিধা বঞ্চিত শিশুদের দিয়ে করানো হয় কবিতা আবৃত্তি,নাচ,গান,ছড়া ও বেশ কিছু গেম যা সামাজিক দুরত্ব নিশ্চিত করে সম্পন্ন করা হয়। তাদের শেখানো হয় কিভাবে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলতে হয়, পাশাপাশি হাত ধোয়ার নিয়ম ও হেন্ড স্যানিটাইজার ব্যাবহারের নিয়ম শেখানো হয়। এ সময় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বিতরন করা হয়, মার্ষ্ক,সাবান,হেন্ড স্যানিটাইজার,বিস্কুট চকলেট,ললিপপ, বেলুন, ও এলাকাবাসীদের জন্য বাংলাদেশ স্কাউটস্ এর করোনা মোকাবেলায় সচেতনতা মূলক লিফলেট সম্পুর্ন অনুষ্ঠান মাগুরা আদর্শ কলেজ রোভার স্কাউট ইউনিট এর অফিসিয়াল ফেসবুক গ্রুপ থেকে লাইভ করা হয়। অনুষ্ঠান সঞ্চালক হিসেবে ছিলেন, মাগুরা আদর্শ কলেজ রোভার স্কাউট ইউনিট এর সিনিয়র রোভার মেট,জনাব ইমতিয়াজ আহাম্মেদ। সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন, রোভার মেট জিহাদ হোসেন, রোভার মেট হযরত আলী ও রোভার হাবিবুর রহমান। সহযোগীতাই ছিলেন, রোভার মেট সাকিব হাসান, মেট সবুজ মন্ডল,মেট রাকিবুল ইসলাম, মেট সেলিম হুসাইন,গার্ল-ইন রোভার মেট শিফা খাতুন, মেট মনিরা খাতুন, মেট শাহারিন ধৃতি,রোভার সাথী খাতুন,রোভার রিমপি আক্তার। সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইদ আনন্দ ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরন কার্যক্রম। মাগুরা আদর্শ কলেজ এর অধ্যক্ষ স্যার ও রোভারদের আর্থিক সাহায্যে সফলতার সাথে বাস্তবায়ন করা হয়।
Number of participants
50
Service hours
300
Topics
Youth Programme
SDGS

Share via

Share