লালমনিরহাটের হাতিবান্ধায় রোভার সদস্যদের বর্নাত্য মানুষের মাঝে ত্রাণ বিতরণ
লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় তিস্তাপাড়ের বন্যার্ত মানুষের মাঝে রংপুর সরকারি কলেজে রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে গাজীপুরের পিয়ার আলী কলেজের সহযোগিতায় ত্রাণ বিতরণ করা হয়েছে।
২৩ জুলাই উপজেলার গড্ডিমারী ও সিন্দুর্না ইউপিতে বন্যার্ত মানুষের বাড়ি গিয়ে ত্রাণ বিতরন করেন রোভার সদস্যরা। বন্যার্ত ১২০ টি বন্যা দূর্গত পরিবারের মাঝে ত্রাণ পৌছায় দেন রোভাররা। ত্রাণ হিসেবে ছিল আলু, চাল,মশুর ডাল,গুড়, বিস্কিট, চিড়া, ঔষধ, স্যালাইন, মোমবাতি,দিয়াশলাই।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সরকারি কলেজের রোভার স্কাউট লিডার জনাব শহীদ লতীফ, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি মো. শওকত আলী, জেলা গার্ল ইন ও র.স.ক.রোঃ স্কাঃ গ্রুপের সিনিয়র রোভার মেট রিফাত আফসানা পাখি,গাজীপুরের পিয়ার আলী কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার ফয়সাল আহমেদ তুষার,গার্ল ইন রোভার আমেনা আক্তার,গার্ল ইন রোভার সোহাগী আক্তার সাথী ,রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মোঃ আবু হাসনাত, রোভার মেট সাইফুর রহমান সোহাগ সহ রংপুর সরকারী কলেজ রোভার স্কাউট গ্রুপের ২০ জন সদস্য।