KPB One day Camp

গত ২৭ জুলাই ২০১৮, কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপ একটি স্কিল কম্পিটিশনের আয়োজন করে। উক্ত প্রতিযোগিতায় ঢাকার ৭টি স্কুলের পাশাপাশি ভিকারুননিসা স্কুল এণ্ড কলেজ স্কাউট গ্রুপ থেকে পাঁচটি প্যাট্রোল অংশগ্রহণ করে। দিনব্যাপি এ অনুষ্ঠানে ছিল সাধারণ জ্ঞান, পাইয়োনিয়ারিং এবং ফার্স্ট এইড প্রতিযোগিতা। এছাড়াও ছিল "ফান এণ্ড গেইমস" নামের একটি আয়োজন। প্রতিটি কার্যক্রমে অন্যান্য ইউনিটের স্কাউটদের পাশাপাশি আমাদের ইউনিটের স্কাউটরাও নিজের সর্বোচ্চ দিয়ে অংশগ্রহণ করে এবং সাধারণ জ্ঞানে চ্যাম্পিয়ন, ফান এণ্ড গেইমসে রানার্স আপ এবং "চ্যাম্পিয়ন অফ দ্যা ডে" এর পুরস্কার অর্জন করে।এরকম আনন্দঘন পরিবেশে শিক্ষামূলক অনুষ্ঠানটি পরিচালনার জন্য কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপকে অসংখ্য ধন্যবাদ।
Number of participants
40
Service hours
240
Topics
Youth Programme
Youth Engagement
Legacy BWF
Partnerships
Growth
Good Governance

Share via

Share