খুলনা বিভাগীয় রোভার মেট কোর্স-২০২১
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় ও বাংলাদেশ স্কাউটস নড়াইল জেলা রোভার এর ব্যাবস্থাপনায় আব্দুল হাই সিটি কলেজ, নড়াইলে গত (২১/০৩/২০২১ থেকে ২৫/০৩/২০২১) পর্যন্ত অনুষ্ঠিত হয় খুলনা বিভাগীয় রোভার মেট কোর্স। উক্ত কোর্স টির কোর্স লিডার হিসেবে ছিলেন প্রসিদ্ধ স্কাউটার ও খুলনা বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি প্রফেসর মোঃ শহীদুল ইসলাম - এলটি। এছাড়াও কোর্সের অন্যান্য প্রশিক্ষক হিসেবে ছিলেন আঞ্চলিক উপ-কমিশনার ( প্রচার, প্রকাশনা, জনসংযোগ ও মার্কেটিং) মোঃ শরিফ উদ্দিন - এলটি, শেখ মোঃ শামিনুর রহমান - উডব্যাজার ও শরীর চর্চা শিক্ষক সরকারি বি. এল. কলেজ খুলনা, মোঃ আঃ মুকিদ জোয়ার্দার - উডব্যাজার, নড়াইল জেলা রোভার এর সম্মানিত সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস- উডব্যাজার, মোঃ জিয়াউল ইসলাম - উডব্যাজার, ড. ফাহিমা খাতুন, নড়াইল জেলা রোভার এর সম্মানিত উপ-কমিশনার মোঃ আবু সাহিদ, নড়াইল জেলা রোভার এর সম্মানিত রোভার নেতা প্রতিনিধি মোঃ এহসানুল হক এবং কোয়ার্টার মাস্টার হিসেবে ছিলেন নড়াইল জেলা রোভার এর সম্মানিত কোষাধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান। কোর্সে অংশগ্রহণকারী হিসেবে ছিলেন খুলনা বিভাগের ৯ টি জেলার বিভিন্ন ইউনিটের ৫০ জন রোভার ও গার্ল-ইন রোভার বৃন্দ।