কয়েকটি পরিবারকে একটুখানি স্বাবলম্বী করার প্রচেষ্টা..
করোনাকালে অসংখ্য মানুষ কর্মহারা হয়েছে।করছে মানবেতর জীবনযাপন। এই অবস্থায় আমরা(খাতা-কলম পরিবার) কয়েকটি পরিবারকে সামান্য হলেও স্থায়ী সমাধানের স্বপ্ন দেখিয়েছি। সব সময় আমরা ভাবি কি করে গ্রামের মানুষগুলোকে স্বাবলম্বী করা যায়। তারই ধারাবাহিকতায় আমরা কিছু পরিবারকে ৩টি মুরগি ও ১টি মোরগ, ১টি মুরগি রাখার পলো/খাঁচা,১ প্যাকেট ফিড ও মুরগির প্রাথমিক ঔষধ দিয়েছি। প্রতিটা মুরগি প্রায় দেড় বছর ডিম দিবে। তাহলে ৩টা মুরগি ১ সপ্তাহে ২১ টা ডিম দিবে,যা ঐ পরিবারের পুষ্টি ও অর্থের ঘাটতি কিছুটা হলেও কমাবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আমাদের নিজেদের অর্থ ও ঘাম ফেরি করে এসব আয়োজন সম্পন্ন করে থাকি।