কুষ্টিয়া জেলা রোভার এর পক্ষ থেকে অনুষ্ঠিত হলো সমাজ উন্নয়ন ও সমাজ সম্পৃক্ততা বিষয়ক ডে ক্যাম্প।

কুষ্টিয়া জেলা রোভার এর পক্ষ থেকে অনুষ্ঠিত হলো সমাজ উন্নয়ন ও সমাজ সম্পৃক্ততা বিষয়ক ডে ক্যাম্প। উক্ত ক্যাম্প পদ্মারচর কুষ্টিয়াতে অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলার রোভার সম্পাদক, ও বিভিন্ন ইউনিটের ইউনিট লিডার সহ সকল ইউনিট থেকে রোভার অংশগ্রহণ করে। ক্যাম্পের প্রতিপাদ্য বিষয় ছিল নৌকা ভ্রমন, সমাজসেবা, মৎস্য শিকার,রোভারদের স্কিল বৃদ্ধি,গ্রামের মানুষদের করোনা সম্পর্কে সচেতনতা করা ইত্যাদি ।
Number of participants
50
Service hours
550
Topics
Youth Programme
Youth Engagement
Good Governance
Legacy BWF
Growth
Communications and Scouting Profile

Share via

Share