কুষ্টিয়া জেলা রোভারের আন্তঃরোভার ইউনিট বিতর্ক প্রতিযোগিতা প্রথম পর্ব অনুষ্ঠিত
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃ ইউনিট বিতর্ক প্রতিযোগিতা ২০২১।এরই ধারাবাহিকতায় শুরু হলো কুষ্টিয়া জেলা পর্যায়ে ইউনিটের সাথে ইউনিটের শ্রেষ্ঠত্বের লড়াই। ১৬ থেকে ১৮ জুন ২০২১। বাংলাদেশ স্কাউটস, কুষ্টিয়া জেলা রোভারের আয়োজনে জুম ক্লাউড এর মাধ্যমে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার মডারেটর হিসাবে যুক্ত ছিলেন তৌফিক আহম্মেদ তাপস সি.এ.এলটি ও এ.কে.এম শামসুল হক, সম্পাদক কুষ্টিয়া জেলা রোভার। বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন প্রফেসর
মীর মোশাররফ হোসেন, কমিশনার কুষ্টিয়া জেলা রোভার;
মোঃ আশরাফুল হক, সহকারী অধ্যাপক, ইংরেজি, কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজ ও রাসনা শারমিন, উপদেষ্টা, ন্যাশনাল ডিবেট ফেডারেশন, কুষ্টিয়া।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় যে সকল রোভার ইউনিটি অংশগ্রহণ করে তারা হলো। কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপ, আমলা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ, ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ (ক ইউনিট) এবং কুষ্টিয়া সরকারি কলেজ।এর মধ্যে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ ও আমলা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ ২য় পর্বের জন্য নির্বাচিন হয়।