Bangladesh

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট ইউনিট কর্তৃক সম্পন্ন হলো দীক্ষা প্রোগ্রাম ২০২০

শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে স্বাস্থ্যবিধি মেনে চারটি উপদলের ২৪ জন সহচর নিয়ে আয়োজিত হয় কুবি রোভার স্কাউট গ্রুপের দীক্ষা অনুষ্ঠান।

সকাল ৭:৩০ টায় বিপি পিটি ও এরোবিক্স এর মাধ্যমে সকলকে নিয়ে কার্যক্রম শুরু হয়। এই অনুষ্ঠানে রোভার প্রোগ্রাম, পিআরএস ও নৈতিকতাসহ বিভিন্ন তাত্ত্বিক বিষয়ে সেশন নেওয়া হয়। প্রশিক্ষণ দেওয়া হয় দড়ির কাজ, ফার্স্ট এইড ও লেশিং সহ বিভিন্ন ব্যবহারিক বিষয়ে। আর প্রশিক্ষণ প্রদান করেন উক্ত ইউনিটের প্রতিষ্ঠাকালীন সিনিয়র রোভার মেট মো: নাজমুল হাসান,  সদ্য সাবেক এসআরএম মো: আনোয়ার হোসেন, কুমিল্লা  হাউজিং এস্টেট কলেজের রোভার স্কাউট লিডার ও পিআরএস দিদারুল হক রিমন এবং কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের রোভার মেট শাহরিয়ার ইমন।     

শেষে বিকাল ৪ টায় দীক্ষার চুড়ান্ত পর্ব শপথ গ্রহন অনুষ্ঠানের মাধ্যমে সকল সহচরদের সদস্য হিসেবে বরণ করা হয়। আর এটি প্রদান করেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়া উদ্দীন, আরএসএল মহোদয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ। তিনি বলেন, রোভাররা সবসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে সহযোগিতা করে থাকে। কার্যক্রম পরিচালনা করার জন্য তাদের দক্ষতা বৃদ্ধি প্রয়োজন। বর্তমানে করোনা পরিস্থিতিতে পুরো বিশ্ব থমকে থাকায় আমরা ফিজিক্যালি বড় কার্যক্রম পরিচালনা করতে পারছি না। দীক্ষা অনুষ্ঠান তিন দিনব্যাপী হওয়ার কথা থাকলেও তা আমরা স্বল্প পরিসরে সম্পন্ন করেছি। সর্বোপরি আমরা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করছি। উপস্থিত ছিলেন রাসেল সরকার, সিনিয়র রোভার মেট প্রতিনিধি,  চট্টগ্রাম বিভাগ। সহচরদের সামনে তিনি দীক্ষাসহ রোভারিং এর সামগ্রিক বিষয় তুলে ধরেন।  এসময়ে উক্ত ইউনিটের সাবেক রোভার মেট কাউছার হামিদ জীবন সহ উপস্থিত ছিলেন আরো অনেক শুভাকাঙ্ক্ষীরা।   

বর্তমান সিনিয়র রোভার মেট খোরশেদ আলম, রোভার মেট আব্দুর রহমান ও গার্লস ইন সিনিয়র রোভার মেট, রায়হানা আন্জুম মীম পুরো অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন এবং সহায়তা করেন আরো অনেকে। 

দীক্ষার সকল কার্যক্রম শেষে থাকে বিচিত্রানুষ্ঠান। অতঃপর  উক্ত ইউনিটের অনলাইন কুইজ বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ ও ফানুস উড়ানোর  মাধ্যমে প্রোগ্রামটির সমাপ্তি ঘোষণা করা হয়।

Number of participants
24
Service hours
144
Location
Bangladesh
Topics
Youth Programme
Youth Engagement
SDGS

Share via

Share