করোনাকালীন ৪র্থ ভার্চুয়াল ক্রু-মিটিং -২০২০
গত ২৫ জুলাই ২০২০ ইং শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ- এর ভার্চুয়াল ক্রু-মিটিং অনুষ্ঠিত হয়।উক্ত ক্রু-মিটিং এ উপস্থিত ছিলেন রাঃ বিঃ রোভার স্কাউট গ্রুপের সম্মানিত সম্পাদক মহা. নাসিম রেজা স্যার,আরএসএল জনাব নূরু ইসলাম বাবু স্যার,আরএসএল জনাব সৈয়দ তৌফিক জহুরি স্যার।এছাড়া আরও উপস্থিত ছিলেন রাঃ বিঃ রোভার স্কাউট গ্রুপের গর্ব প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত পিআরএস এম. এম. কামরুল হাসান এবং তিনি আমাদের মাঝে ইউনিট কাউন্সিল গঠন বিষয়ে অনেক চমরৎকারভাবে ক্লাস নিয়ে ক্লাস নেন।পরিশেষে, সম্পাদক স্যার মহা. নাসিম রেজা সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে ক্রু-মিটিং শেষ করেন।