করোনাকালীন ২য় ভার্চুয়াল ক্রু-মিটিং -২০২০
গত ২৫ এপ্রিল ২০২০ ইং রোজ শনিবার অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ২য় অনলাইন ক্রু-মিটিং। উক্ত ক্রু-মিটিং এ উপস্থিত ছিলেন রাঃ বিঃ গ্রুপ সম্পাদক মহা. নাসিম রেজা স্যার,আরএসএল হেলাল উদ্দিন স্যার ও আরএসএল নূরু ইসলাম বাবু স্যার।এছাড়াও ৩৫ জন বিভিন্ন স্তরের রোভার ও গার্ল-ইন-রোভারবৃন্দরাও উপস্থিত ছিলেন।