করোনা সাব ভ্যারিয়েন্ট সচেতনতায় মাস্ক বিতরণ

করোনা সাব ভ্যারিয়েন্ট এর ভয়াবহ পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি আমার স্কাউট নেতা এবং স্কাউট গ্রুপের কাছ থেকে অনুপ্রেরণা পাই। এই প্রোগ্রামের মাধ্যমে মানুষ স্বাস্থ্য সচেতন হয়, মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ হয় এবং করোনা সাব ভ্যারিয়েন্ট-এর ভয়াবহ পরিস্থিতিতে করোনা সাব ভ্যারিয়েন্ট সম্পর্কে আরও জানতে পারে।
সাম্প্রতিক দিনগুলিতে, করোনা সাব ভ্যারিয়েন্ট এর উপ-প্রকার গুলি বাংলাদেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। আন্তর্জাতিক ভ্রমণ এবং সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার ঝুঁকি রয়েছে। তাই আমাদের দ্রুত সতর্ক থাকতে হবে। স্কাউট হিসেবে, আমাদের মূল লক্ষ্য হল প্রস্তুত থাকা এবং অন্যদের সতর্ক করা। এই পরিস্থিতিতে, অগ্নিবীণা রেলওয়ে ওপেন স্কাউট গ্রুপের স্কাউট ১০/০৬/২০২৫ থেকে ১২/০৬/২০২৫ পর্যন্ত রেলওয়ে যাত্রী পরিষেবার মাধ্যমে যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করেছে। শো কার্ড এবং হ্যান্ড মাইকের মাধ্যমে সতর্ক বার্তা দেওয়া হয়েছিল।
এই প্রকল্পের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি। পৃথিবীর এই রকম পরিস্থিতিতে কিভাবে সচেষ্ট থাকতে হয়, জনগণকে কিভাবে সতর্ক করতে হয়, জরুরি প্রয়োজনে শো কার্ড,পোস্টার, ভিপ কার্ড ইত্যাদি এর মাধ্যমে জনসচেতনতা মূলক সেবা প্রদান করা যায়। আমাদের এই প্রকল্পের মাধ্যমে স্টেশনে থাকা ৩০০ মানুষকে মাস্ক বিতরণ করেছি।
Started Ended
Number of participants
1
Service hours
18
Beneficiaries
300
Location
Bangladesh
Topics
Healthy Planet
Personal safety
Youth Programme

Share via

Share